১. উত্তর বঙ্গ থেকে ২০ নং গোবরা ইউনিয়ন পরিষদে আসতে হলে গোপালগঞ্জ পুলিশ লাইন বাস স্টান্ড নামার পরে ইজিবাইক কিংবা অটোরিক্সা করে লঞ্চ
ঘাট অথবা গোপালগঞ্জ কোর্ট/ডিসি অফিস অর্থাৎ জিরে (0) পয়েন্টে নাবতে হবে । তারপর পূনরায় অটোরিক্সা কিংবা মাহেন্দ্র গাড়িতে করে গোপালগঞ্জবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের সামনে সোবাহান সড়ক নাবতে হবে। তারপর পায়ে হেটে পশ্চিম দিকে ১মিনিট হাটলেই গোবরা ইউনিয়ন পরিষদ এ পৌছে যাবেন।
২. দক্ষিণ বঙ্গ হতে আসতে হলে মোল্লাহাট ব্রিজ হইতে ঘোনাপাড়া আসতে হবে। অথবা একবারে ঘোনাপাড়া বাস স্টান্ডে নাবতে হবে , সেখান থেকে অটোরিক্সা বা ইজিবাইক করে ৫ মিনিট রাস্তার পেরিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের সামনে সোবাহান সড়ক নাবতে হবে।
৩. নদী পথে গোপালগঞ্জ লঞ্চঘাট হতে নৌকা কিংবা ট্রলার এবং মোল্লার হাট লঞ্চঘাট হতে গোবরা লঞ্চঘাট নাবতে হবে। তারপর মাদ্রাসা পাড়া হয়ে সোবাহান সড়কে যেতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস