আজ ১০ জানুয়ারি বুধবার সকাল ১০ঘটিকায় গোপালগঞ্জ সদর উপজেলার ২০নং গোবরা ইউনিয়ন পরিদর্শন করলেন গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) কালাচাঁদ সিংহ। পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর ও পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের আয় বাড়াতে উদ্যোক্তাকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি পরবর্তী এলজিএসপি বরাদ্দ থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সেবা উপকরণ ক্রয়ের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন- গোবরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাদশা খান, মতিয়ার রহমান, সদস্য মো. সাগর মোল্লা, মো. মুর্শিদ মোল্লা, কিশলয় মজুমদার, সংরক্ষিত মহিলা সদস্য হেপীনুর বেগম, ইউনিয়ন গ্রাম আদালত সহকারি হাসি রানী মজুমদার, ইউপি সচিব অনাদী কুমার বিশ্বাস প্রমুখ।
তিনি ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রথম পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ৩টি প্রকল্পসহ এলজিএসপি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস