দুলাল চন্দ্র বিশ্বাস, ইনফোলিডার, গোবরা ইউডিসি, গোপালগঞ্জ সদর
গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৪ টি কেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। সদর উপজেলার গোবরা ইউনিয়নের ৩টি কেন্দ্রে ইভিএম মেশিন ভোটারদের ভোট প্রদানের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে জেলা নির্বাচন কর্মকর্তা এক কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় সদর উপজেলার ১৪৪টি কেন্দ্রের ৩৪২জন ইভিএম মেশিন প্রদর্শনকারী অংশ নেয়।
আগামী ২২ মার্চ পর্যন্ত সব কেন্দ্রে মক ভোটিং (ডেমি ভোট) অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিসার মুন্সি ওহিদুজ্জামান জানান- আগামী ২৪ মার্চ গোপালগঞ্জ সদর উপজেলার ১৪৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুটি নেয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনারের পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা ও গোবরা ইউনিয়ন পরিষদ ব্যাপক প্রচার চালাচ্ছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS